নোটিশ :
আমাদের ঢাকা প্রেসক্লাবস ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
  • [email protected]
  • ০৬:০৩ অপরাহ্ন | শুক্র | ১৫ নভেম্বর ২০২৪
ঢাকা প্রেস ক্লাব

In 1995, Dhaka Press Club was actually established through various movements and struggles of journalists. Today press clubs across the country have become a bridging medium. Dhaka Press Club The press clubs have become an organization by naming all the press clubs of the country as Dhaka Press Club Federation.The club is managed by an elected committee as per the policy. Aurangzeb Kamal is the convener of the present committee. To become a member of Dhaka Press Club Federation, he must be a member of any press club or journalist organization. And the permission letter from the president or general secretary of that organization is required.5 members can be from each press club. There are three types of members in this club. First is Lifetime Membership, Second is Permanent Membership for Professional Journalists. The central committee will be elected by their votes. And the third is associate member. Associate members cannot vote. However, all journalists of the country can be associate members.But he/she should have 5 years working experience in any newspaper or media. About 40 organizations are currently associated with Dhaka Press Club Federation. And associate membership is about 24,00. The club management committee has a convening committee of 21 members. Now we are continuing to make Dhaka Press Club Federation as a network of all press clubs with your support.
১৯৯৫ সালে ঢাকা প্রেস ক্লাব সাংবাদিকদের নানাবিধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রকৃত ভাবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারাদেশের প্রেস ক্লাবগুলিকে একটি সেতুবন্ধেনে মাধ্যম হিসাবে পরিনত হয়েছে। ঢাকা প্রেস ক্লাবের কার্যক্রম এখনো শান্তিপূর্ণ ভাবে চলমান। দলমত নির্বিশেষে এই সংগঠন সাংবাদিকদের আস্থার সংগঠনে পরিনত হয়েছে। ঢাকা প্রেস ক্লাব দেশের নানা বিধ সমস্যায় সেচ্ছায় কাজ করে চলেছে। করোনা থেকে শুরু করে বর্তমান বন্যা কবলিত এলাকায় কাজ এখনো অব্যহত রেখেছে। এছাড়া ঢাকা প্রেস ক্লাব দেশের সকল প্রেস ক্লাব নিয়ে ঢাকা প্রেস ক্লাব ফেডারেশন নামকরনের মাধ্যমে প্রেস ক্লাবগুলি সংগঠনে পরিনত হয়েছে। এ ক্লাব নীতিমালা অনুযায়ী নির্বাচিত কমিটির মাধ্যমে পরিচালিত হয়। বর্তমান কমিটির আহবায়ক হিসাবে রযেছেন আওরঙ্গজেব কামাল। ঢাকা প্রেস ক্লাব ফেডারেশনের সদস্য হতে হলে অবশ্যই তাকে যে কোন প্রেস ক্লাব বা সাংবাদিক সংগঠনের সদস্য হতে হবে। এবং ঐ সংগঠনের সভাপতি অথবা সাধারন সম্পাদকের অনুমতি পত্র লাগবে।প্রতিটি প্রেস ক্লাব থেকে ৫ জন সদস্য হতে পারবে। এ ক্লাবে তিন ধরনের সদস্য রয়েছে। প্রথম হচ্ছে আজীবন সদস্য, দ্বিতীয় হচ্ছে পেশাদার সাংবাদিকদের জন্য স্থায়ী সদস্য । তাদের ভোটে কেন্দ্র কমিটি নির্বাচিত হবে। এবং তৃতীয় হচ্ছে সহযোগী সদস্য। সহযোগী সদস্যরা ভোট দিতে পারেন না। তবে দেশের সকল সাংবাদিক সহযোগী সদস্য হতে পারবে।তবে তাকে যে কোন পত্রিকা বা মিডিয়ায় কাজের ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকা প্রেস ক্লাব ফেডারেশনের সঙ্গে বর্তমানে প্রায় ৪০ টি সংগঠন যুক্ত রয়েছে। এবং সহযোগী সদস্য সংখ্যা প্রায় ২৪,০০। ক্লাব পরিচালনা কমিটিতে ২১ সদস্যের আহবায়ক কমিটি রয়েছে। এখন আমরা আপনাদের সহযোগীতা নিয়ে ঢাকা প্রেস ক্লাব ফেডারেশন কে সকল প্রেস ক্লাবের সেতৃবন্ধন হিসাবে রুপদান করার চেষ্ঠা অব্যহত রয়েছে।